ভাবছি থেমে আছি -
তুমি আমি কিংবা যে কেউ
আসলে থেমে নেই,
বয়স বাড়ছে যথারীতি।
কোন এক পরিণত বয়সে
হয়তো তখনো থাকবো নিশ্চুপ -
তখনও বুঝবে কতো ভালোবাসি
তখনও বুঝবো কতো ভালোবাসো
তখনকার এই বোঝাবুঝি আর কিছুই নয়
শুধু সুগন্ধ ছড়ানো ট্যালকম পাউডারের মতো
গায়ে লেগে থেকে সুগন্ধ ছড়িয়ে যাবে
ছড়াতে ছড়াতে মিলিয়ে যাবে
অথচ আমরা বুঝতে চাইবো না -
অভিমান! ওটা কিছু নয়
ওটা ইল্যুশনের লাল চোখ!
এসো, আমাকে কিছু বলো
আমি কিছু বলি।