এই তবে প্রকরণ
শুনেছি সেখানে থেকে গেছে গায়ত্রীনাম
অঢেল জল, দুপায়ে উঁচু হয়ে দাঁড়িয়ে দেখো
ম্লান হয়ে গেছে -
ধ্বসে গেছে সামুদ্রিক ছদ্মনাম।
কার কোলে মাথা রেখে যেন
মিছেমিছি  বরফ যুগ নিয়ে এলাম
খসে যাচ্ছি, ধূলোর জামা গায়ে গড়িয়ে পড়ছি
মিঠে রোদ বলে এখানে কিছু নেই আর।
যা পারতো বিকলাঙ্গ শোক-ব্যথা-পরিতাপ
আরও করবী গোত্রীয় সবুজ সিথান
ভুলে গিয়ে  লুপ্ত করে দিয়েছি
মুছে গেছে কেশর, অভিমানী এলোপথ
এসেছে অযাচিত শাসন
কাঁটাময় বিকেল রুমালে
কে কথা কয়?
সপ্তর্ষি, আমার বড় ভাল লাগে রে
কে আসে রে? কে কথা কয়?