শীতল আইসবার্গে দাঁড়িয়ে
বাৎস্যায়নের সমগ্র স্মৃতি আচমকা পেখম হয়ে গেলে
তাকে বলি শ্বেতশঙ্খ, তাকে বলি অজস্র।
যেমন বহুধা মৃত্তিকা তার রাত্রিসংলগ্ন জ্বরে
লিখে দেয় প্রলাপ, সুরভাসানের স্বরে।
সে স্বর হ্রস্ব, সে স্বর দীর্ঘ
অমলিন ব্যথা আর বিসর্গের প্রকোপে।