বৃষ্টি শেষের কালে আমিও চাই ঝুমরাত্রি। করবী, তুমি ভুলে গেছ নাম বা ছদ্মনাম? ঝরোকা আর জানালার মধ্যে জানালা লিখতে চাচ্ছি না, কেননা কাঁটাতারে হাঁটতে হবে বহুদূর। অশ্রু হতে পারে চোখজল। নোনাজল বললেই লোকে বুঝে নেয় অশ্রু, সমুদ্রজল নয়। আর যে ঝুমরাত্রি চেয়েছি, তাতে করে আরও উচ্চতায় উঠে যাবে ঘরের সিলিঙ। দেখা যাবে আমার ব্যক্তিগত সিলিঙ আরও উপরে। বারো হাত শাড়ি পরে আছে গোপনীয়তা। ভাঁজে ভাঁজে তৈরি করছে আবেদন। নিজে যা বুঝে নিয়েছি কিংবা সামনে এসে খুলে খুলে পড়েছে বলে গোপন ধারণাটি বস্তুত ধোপে টেকে না। ঝুমরাত্রিতে রয়েছে পাখায় পাক খেতে থাকা মাল্টি ইউনিভার্সের কথা। বিষাক্ত জীবাণু যাকে চিহ্নিত করা হচ্ছে মনুষ্যজাতির জন্য হুমকিরূপে, ফর গডস সেক মহামারি আকারে নিয়ে আসতে পারে ঝুমরাত্রির খেলা। ডাইসের ডবল ছক্কা।


করবী!! করবী রে, দেখতে থাকো এরূপ ছে - লে - খে - লা! রাতারাতি ব্যতিহার বহুব্রীহিতে ঢেকে যাক চিন্তা - কর্ম - কলা।