একটা মৌলিক শাফলড ঘুম থেকে উঠে এলাম। আরও অগণন স্মৃতির দাদরা ছুঁয়ে ছুঁয়ে বলি, জবাফুল, তুমি বৃষ্টিতে ভেজো, তুমি এবেলা আমার। আরও কিন্নরী দলে দলে ভুলে গেল স্বীয় নাম। কুসুমে খুঁজি, চোখ রেখে দিই ওবেলায়।  আলতো অশ্রু আমার দেখো অকৃপণ ঝরে। একটা দলে গুচ্ছ হয়ে, তুমুল রাতের ব্যথা হয়ে , আরও এক বনলতা হয়ে  কোনদিন জিজ্ঞেস করো নি, এতদিন ছিলে কোথায়?
পারিজাতের ঘ্রাণ ধরে শুধু অস্পষ্ট একটা ফিসফিসানি ...
এ কোন বেলার রাধারমণ?  এ স্মৃতি কার?