সেদিন থেকে আমি সব হারিয়ে ফেলেছি
মাথায় একরত্তি অন্য কিছু আসছে না
তুমি এলে জানি
গেলে কিনা বলতে পারি না
সব বিকেলের ক্লান্তি নিয়েও
ব্যথার ক্রমাগত মেলডি শুনি।
আর ইলেকট্রিক আলোয় আপতিত
দুঃখমাখা রৌদ্রের চিয়ার্স শুনে বুঝি
সকাল এখন।
আলো এখন।
খানখান হয়ে গেছি তো
তাই ঝুরঝুর করে ঝরতেও ক্লান্তি আসে।
আসে ঘুমলগ্ন কাঁটা
কি ধারালো!
কি বিক্ষত এই তুমিযাপন!