কোন উদ্যানে
আমি যেন সেই উদ্যানের অনুপস্থিতি
সর্বদা এরকমই ঘটে
যেখানেই থাকি না কেন
মিসিং জিনিসটাই  যেন আমি।


যখন আমি হাঁটি
দুইদিকে বাতাস চিরে এগোই
আর সর্বদাই বাতাস ফিরে এসে
পূরণের জন্য সে জায়গাটিই বেছে নেয়
যেখানে আমি থাকি।


সকলেরই পরিভ্রমণের নির্দিষ্ট কারণ থাকে
আমি ঘুরে বেড়াই যাবতীয় যা আছে
সবকিছুকে পূর্ণ রাখতে।