" মুখখানি করো মলিন বিধুর যাবার বেলা,
জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা "


সান্নিপাতিক হারে বেড়ে চলে আসা - যাওয়া
যাওয়া- আসা
ঝাড়লন্ঠন হাতে ঘুরলে সারারাত
খুঁজলে কিছু আগাম ব্যথা
কোথাও নেই কলমিফুল
যা জানো, সে আমারও জানা।
প্রতীক্ষার ম্রিয়মান ঘ্রাণে
পড়ছ নাজুক হয়ে
জানিয়ে রাখছ না
কোথায় যাচ্ছো, কি রকমে।
দমবন্ধের এই লোবানপথে
মাতম মাতম শোক
এইতো আর একটু দূরে
থেকে যাচ্ছে জেনোর ধাঁধা
ভাঙছে না কোন বিজলিপাতে।