তব অধরে করুণ  গান উঠিবে ফুটিয়া
বক্ষ ভেদিয়া তাহার প্রাণ  আসিবে ফিরে
পলকে পলকে যাইবে সুর পরশিয়া
সদা চঞ্চল চিত্ত মাঝে রাখিবে আমারে ঘিরে।


যত ব্যথা আছে মোর, দাও তারে উথলিয়া
তুমি তো জানো না কান্নার মালা কেমনে গাঁথে
সদা দুঃখ মাঝারে কি এক শোক সন্তরিয়া
বেলা শেষে আসিবে না জানি উচ্ছল আনন্দ সাথে।


শুনিয়া যাও গান মোর আজি গিয়েছে ফুরায়ে
তোমারে তার কুটিল রাগে বাধিবে নাকো আর
রাত্রিপুরাণে অজানা অহল্যার সাথে যাইবো  হারায়ে
বইতে হইবে না তোমায় আজি  সকরুণ প্রেমের ভার।