"আজি বরিষণ মুখরিত শ্রাবণ রাতি
স্মৃতি বেদনার মালা একেলা গাঁথি "


একে একে বর্ষাস্মৃতি খোয়া বেল। লোনাপথ ধরে চলে যাই কান্না আর ছোপ ছোপ অন্ধকারে। মুখে  শুশ্রূষাহীন তাজা এক ক্ষত নিয়ে ঘুরে বেড়াচ্ছি।  দহনকাল ডিঙিয়ে তারপরে চৌকাঠ। প্রিয়তম মুখ, দুঃখভরাতুর আবাবিল পাখি এসে ডুকে পড়েছে অশ্রুসংহিতায়। ডিফেন্সিভ মুডে চলে গেছে সরোবরের সলাজ ঝিনুক। থাকে রাতের সুঁই সুতো, অবিরাম সুখ বোনা, ব্যথা বোনা।
দিনাতিপাত সার হলো। হলো না উৎসব, শেষগান শোনা।