সমস্ত অন্ধকার আর ব্যথাদের কানাকানি
এসবের স্বরলিপিকার হিসেবে এক তোমাকেই চিনি
যখন রাত্রি অগণন নীরব ক্যাকফোনিতে পুড়তে থাকে
তখন আমি কি নিদারুণ সহজে ব্যথার পসরা নিয়ে বসি
সরো মূর্খ সকাল, আজকে বেলা করেই এসো
সখ্যতা সেদিনও ছিল, আর আজও জলছাপ
দুঃখ অথচ কী আশ্চর্য কিরণময়ী!
রাত্রিপোকারা বানিয়ে নেয় নিজস্ব ডিফল্ট মিউজিক
তার তারে তারে সরল কথা বুনেছি
যতোটুকু অশ্রু সংশ্রবের, তারচেয়েও বেশি
নিটোল দেয়ালে ছায়ার জ্যামিতি
তবে আজ মধ্যরাতেও পিকাডেলি -
শত সহস্র আসন্ন রাতের কথা ভেবে দেখি নি
তুমি এসে বলে যাও নি, তবু আমি তো জানি
ভালোবাসা ক্লেইম করা জমি হতেই পারে
তবে এইখানে ভূমির পুরোটাই অনাবাদি।