সূর্যাস্ত কোনরূপ হট্টগোল ছাড়া সম্পন্ন হয়ে গেলে বিষণ্ন কফিশপে বসে দু একটা দাদরা তালের দুঃখ বলাই যায়। স্মোকিং কর্ণার কীভাবে বয়ে চলে এতো ধোঁয়া আর কান্নার দীর্ঘশ্বাস নামক নাটুকে ফিল্ট্রেশন? সন্ধ্যার দোহাই, আজও আমি রাতে ঘুমাবো না।
ল্যান্ডসকেপ জুড়ে হাততালি দিচ্ছে মৃত পাখিরা। ও পাড়ার বাসিন্দা বনে যেতে এই কাগুজে, সলতেহারা সন্ধ্যাই হতে পারে শুভ লগ্ন। পাখিরা কোনরূপ শর্ত ছাড়াই আমাকে নিতে ইচ্ছুক। একটা কারণ দেখাও,  কেন থাকবো?