যেই খুঁজতে গেলাম তোমার হাত
দেখি আমি যেন হয়ে গেছি এক ল্যান্ডমার্ক
পাশে তুমি বিষণ্ণ বসে আছ অনেক্ষণ।
মিইয়ে যাওয়ার আগে কোন ধ্বনিই নিশ্চিত নয়
আর মিইয়ে গেলেই শুরু হয় ছলচাতুরী।
তুমি দরোজা খুলে ছড়িয়ে পড়ছ আশ্চর্য ল্যামেন্ট
আমি ঘর বাহির করে কাটিয়ে দিচ্ছি
শরৎ আগের বর্ষা
আর বর্ষা পরের শরৎকাল।