মাঝরাতে কখনো ঘুম ভাঙে না আমার
মাঝরাত পেরোনো অবধি নিদ্রাদেবীর তোড়জোড় নেই
সারারাত্রি জুড়ে -
আমি যেন এক গ্র্যান্ডফাদার ক্লকের মতো
অন্ধকারের দিকে চেয়ে থাকি আর
পাহারা দিই স্বপ্নের রোশনাই
ভেজা ঘুমের ঘ্রাণ আসে দেয়ালে
তার স্বাদ লেগে থাকে বল্কলে
উঁকি দিয়েও থেমে থাকি
প্রবালের ন্যায় স্থির নিশ্চিত
আমাকে বলতে থাকি
ও আমি, তুমি ঘুমোও।