ইদানিং পৃথিবীর কথা ভাবার আগেই
মহাশূন্যের কথা মনে পড়ে।
আমি জেনে গেছি -
জুতসই ডানা লাগিয়ে উড়াল দিলেই
পৌঁছে যাবো এক অন্তহীন আঙুরের বনে।
তারপর মৎস্যগন্ধা পৃথিবীর দিকে
অজস্র ধারায় বর্ষিত হবে আঙুর।
করো উদরাগত, করো চোলাই --
তোমরা চলে এসো ডানা খুঁজে
সাথে নিও একটা আলো,  ফানুস কিংবা মোমবাতি।
খুলে যাবে পথ,
ভুলে থাকো বায়ুস্তর,  ভুলে থাকো সমুদ্রফেনা
আহা আঙুর, ভরহীন মহাশৌন্যিক আঙুর।