শীতসন্ধ্যায় আর কিছু নয়,
শুধু পাতাবাহার গাছের মনখারাপ দেখে
আমারও মনখারাপের মতো হয়।
এরপরেও আর কিছু নয়, শুধু -
দীর্ঘরাত্রির টানা উদ্বেগ কল্পনায়
আমারও উদ্বেগ জাগে, বাসনাভর্তি ভয়।
ট্রামের তলে মরা কবির ছিল,
পরিচিত মুমূর্ষু,
হিম কমলালেবুর মাংস নিয়ে
শীতের রাতে  কবির ইচ্ছে হতো, চলে যাই
সেই চেনা  মুমূর্ষুর বিছানার কিনারায়।
আমি এবং চেনা অচেনা অনেকেই
কীভাবে যেন নিয়েছি বিষাদশয্যা -
আমাদের জন্য
লুপ্ত নাশপাতির গন্ধ  নিয়ে আসুন।
পৃথিবীর সংবেদ কিছুটা রয়ে গেছে
আর তলানিও ফেলনা কিছু নয়।
একটা দীঘল, মসৃণ বরফ  রাত্রির উপর দিয়ে
কথা নয়, স্বপ্ন নয়। নির্ভেজাল হেঁটে যেতে চাই।