আয়ুজ ব্যাকরণ ভুলেছিলাম
ব্যবহার্য বায়ু থেকে কিছুটা বেরিয়ে,
দেখা হলো স্বপ্নসঞ্চালক দীঘিপাড়ের সাথে
শুনলাম জল এবং জলনৃত্যের বিবিধ কৌশল।
ততক্ষণে অভিমানী হাওয়া ধরে ফেলেছ
দীঘি জানে ফের আমি আসবো
দীঘির হাতে হবে অন্নপ্রাশন, হাতেখড়ি।
তবে হাওয়ার বুননে তো মাদল আছে
বাঁধা পড়ে ভাসতে ভাসতে যাই
যেন একটা গ্যাসবেলুন আমি
শিশুর হাত থেকে আচমকা ছুটে গেছে।
দীঘিবুড়ি জানে এসেছিলাম, থাকি নি।
হাওয়াবকুল জানে না, এসেছি তবে -
নিয়মিত থাকবো কিনা, সেকথা ভাবি নি।