বিনিময়, তুলাদণ্ড, মূল্য এবং পরিশোধ
হাঁকাহাঁকি, স্থির সংগ্রাহক,
এই দেখে ক্রিমমাখা সন্ধ্যা বলে,
সব জোচ্চুরি! ফিরে আয় দেখি --
ফেরে না,
সংগ্রাহক কখনো আর ফেরে না
অকশন হাউজকে সে বেজায় ভালোবাসে
কোন সন্ধ্যায় যদি না মেলে কিছু,
সে ঠায় বসে থাকে,
আর যদি মেলে, আদতে ফেরে না।