মাঝেমাঝে স্বপ্নের ভেতরে এক অযাচিত মাছরাঙা এসে পড়ে। তারপর স্বপ্নটা ক্ষতেয় ভরে যায়। জলজ স্বপ্ন কখনো বা সরীসৃপ হয়ে গিয়ে তার মুদ্রণযোগ্যতা হারায়।
*
একটা দিন। তার শুরুটা সকাল, শেষটা সন্ধ্যা। যদিও কেউ কেউ রাত্রি পর্যন্ত গণনা করে। আমি কোন চিত্রকরের ফেলে দেওয়া  মেয়াদউত্তীর্ণ জলরং।
মধ্যদুপুরের বেশি যেতে পারি না।
*
যতোই হোক নিস্পৃহ দিনকাল, আসলে পার করছি একটা রাটলস্নেকের জীবন।
*
তেমন জুতসই অশ্রু হলে
আমাকেই দিও।
*
দিনগুলো সব পরিত্যক্ত আর  রাতগুলো থেকে যাচ্ছে অসংশোধিত অবস্থায়।
*
হাসি নেই, কথা নেই। আমাদের মাঝে কেবল পারঙ্গমতার প্রশ্ন।
*
স্পন্দনহীন কোন ধাতব সুন্দরীর মতো শুয়ে আছে চ্যাট হিস্টোরি।
*
প্রলয়ের দিনেও তোমাকে বুঝতে থাকবো। ঈস্রাফিলকে বলবো, জাস্ট আ সেকেন্ড।
*
আমার শহরে -
সুখেরা দিব্বি ঘুরে বেড়ায় কাস্টমাইজড হয়ে।
*
ত্রিশ পারা বেদনা মুখস্ত আমার, আর তুমি জিজ্ঞেস করো অশ্রুর নিচে কয় নোকতা??