বিরতি মানেই বিরাম নয়
শুরু এবং শেষের মাঝের সময়টা
মানুষ সাপেক্ষে দীর্ঘতর হলে -
বিরতি দেওয়া হয়। আমরা বিরতি নিই।
আর বিরাম নিতে গেলে
দরকার হয় কিছু ব্যক্তিগত দক্ষিণদিক
আর স্থূলকোণী চাউনি।
মানুষ সোজা তাকায়, নাক বরাবর
স্থির কিংবা হাঁটতে থাকে,
আর ভাবে বিরাম পুষিয়ে নিচ্ছে।
বিরতির পর বিরতি যায়
বিরাম আসে কি?