দিনশেষে জেনেছি, আর সব শরণার্থী প্রেমিকের মতো আমিও তোমার কাছে টেলিপ্যাথি ছাড়া কিছুই শিখি নি।
*
হামিং বার্ডও কি অভিমানের সময় ভাববাচ্যে কথা বলে?
*
যে ব্যথা, যে দুঃখ, যে শোক পরিতাপে তুমি নেই, ফর গডস সেক সেই যাতনা যেন কোনদিন আমার না হয়।
*
মেঘ আর কিছুই নয়। শুধু আরও একটা মৌলিক কান্নার প্রস্তুতিপর্ব।
*
পৃথিবীর সকল ব্যর্থ প্রেমিক ভাই ভাই। অন্তত বর্ষাদিনে।
*
ধনপতি আর লহনা একে অন্যের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দিচ্ছে।
নিশ্চিন্তে। মেঘমহলের নিরাপত্তা বলয়ে।
*
তোমার মনের কোন উঁচু অথচ অগোচরের দেয়ালে এক জড়োসড়ো ক্যালেন্ডার হয়ে ঝুলে আছি। তুমি কাটাচ্ছ বর্ষাকাল, অথচ আমাকে রেখে দিয়েছ খরার দিনে।ক্যালেন্ডারের পাতা ওল্টাও নি।
*
মাঝরাত্তিরে ব্যালকনিগুলো পরিণত হয় এক একটা লাশবিহীন নিঃসঙ্গ কফিনে।
*
স্মৃতি এক্কে স্মৃতি
স্মৃতি দু গোনে ব্যথা।
*
আবহমান কিছু শপথ
প্রতিরাতে এই শহরের  অলিগলি ঘুরে
এক সময় বিষণ্ণ বসে পড়ে।
তারপর ভোরের আক্রমণে
শপথ আর স্বপ্ন
সবকিছুই স্পট ডেড হয়ে যায়।