সমুদ্র কি কাঁদে কখনও?
যদি কাঁদে,
তাহলে সেই কান্না সে কোথায় রাখে?
পুরোটা সমুদ্রই তো কান্না
জমাট কান্নাতেই সমুদ্রের পূর্বগল্প ।
তবে আলাদা বলে যাকে
সমুদ্র বলে জানি -
সে কোথায় থাকে?
যে ছোট বড়, শান্ত উন্মত্ত ঢেউগুলো -
ওগুলোই হলো সমুদ্র।
তীরের দিকে ,
কান্নার উপরিভাগ দিয়ে
সাঁতরে যেতে যেতে
সেও কাঁদতে কাঁদতে বলে,
এক সময় কান্না ছিলাম,
এখন সমুদ্র হয়েছি।
তবু নোনাজল থামে নি ।