জীবন এসে  কিছুটা অভিযোগ ভঙ্গিতে বলে,
সময়ের সাথে পুরোটাই তো মিশে গেলাম,
এর মাঝে তুমি কোথায় ছিলে?
আমি বলি, আমার এলিবাই আছে।
তুমি যখন মিশে যাচ্ছিলে,
আমি ছিলাম হয়তো প্রাণ পরিত্যক্ত হিমে
কিংবা কোন পরাবাস্তব ঘুমে।


- অথচ আশ্চর্য! তুমিই যাপন করেছ আমাকে।
- চুপ করো তো! বলেছি তো শক্ত এলিবাই আছে।


হাত থেকে দস্তানা আর জুতো মোজা খুলে
অতঃপর জীবন হাঁটা দেয় অন্য কারও দিকে
অন্তত যে মানুষ দায়টুকু, দোষটুকু --
নির্দ্বিধায় স্বীকার করে নেবে।


প্রতিদিন, শয্যার প্রতিটি পাশ ফেরায়
এভাবেই জীবন আর আমি, আমি আর জীবন
এক শান্ত, দ্বন্দ্বমুখর স্তব্ধতায় মেলে রয়েছি।


এখন আমরা চোখের পলক দেরিতে ফেলি।