মানুষেরা ভয়ংকর। নকশাকাটা খুনের প্ল্যান থেকে শুরু করে মানুষের হাত, পা, মাথা সবই ভয় জাগায়। আমি নিজেও যেহেতু মানুষ, মানে মানুষ যাদের বলা হয়, তাদের সাথে সাদৃশ্য আমারও আছে, তাই আমার মতোই কেউ কেউ হয়তো এই আমি মানুষটাকেও ভয় পায়। কোন কোনদিন ঝুলে থাকা  হাত দুটো আর নিরুপায় পা দুটোর দিকে তাকিয়ে ভাবি, তারা কোনদিন সহোদরা হলো না। কোন জিনিসকে একই সাথে হাত দিয়ে সরালে এবং পা দিয়ে ঠেললে সেই জিনিসের আপাত অস্তিত্ব নির্মমভাবে অস্বীকার করা হয়। তাই আমি তাদেরকে মিলেমিশে ভারসাম্যে থাকতে বলি। আর আমার বাকপ্রতিভা আর কিছু না পারুক, মানুষের কাছে প্রতি মুহূর্তে তার বর্জনযোগ্যতা ফাঁস করে দিচ্ছে।