আমি দুপুর বলি না, এপারের জংধরা কাঁটাতার
আর অসহায়ত্ব ছুটিয়ে ঘুম আনতে বলি, দুপুরবেলা।
আর এখন তোমার নাম দিলাম অন্তঃক্ষরা
চলে গেছ বহু শীত আগে দূরের সমুদ্রে
চলে গেছ দীর্ঘ পথ সবুজ ঘাসেদের মাড়িয়ে
আমি অনেকদিন হলো, কেবলই ঘুমাতে চাই -
তাই তুমি কোন সমুদ্রে যাও নি, তোমার সলিলসমাধি হয়েছিল।
তাই তুমি চলে যাও নি, আর কোন প্রস্থানও হয় নি তোমার।
নিজেকে অস্বীকার করছি,
তুমি অন্তঃক্ষরা, ব্যথাতরলের অববাহিকা -
ভুবন ভ্রমণের ব্যস্ততায়  আছ।