মধ্যরাতের ভাঙা ঘুমে শুয়ে থাকি
সাউন্ডপ্রুফ স্মৃতিঘরে এত এত হল্লা -
ভোরের আকর্ষণে আমার দিক ঠিক নেই
মুখোমুখি সোজা দৌড়াচ্ছি সুবহে সাদিকের দিকে।
এত তাড়া খেয়ে খেয়ে জখম
নির্লজ্জের মতো তবু রাত্রির গলা ধরে,
গল্প শোনার মতো পড়ে থাকি।
প্রতি চব্বিশ ঘণ্টায় একবার করে
আমার দাহ সম্পন্ন হয়,
মুখাঘ্নির ভার তো রাত্রিই নেয়।