পরাগধানীর মালিকানা দাবি না করেও নিঃস্বার্থ পুরুষ ফুলটি উড়ে এসে জুড়ে বসা পরাগায়নকে মেনে নেয় আর ভাবে যে, পরাগরেণু থেকে ফিরে এলে মৌমাছিকে শোনাবে তার রৌদ্রাভ নিঃসঙ্গতার কথা। কোনদিনই তার জানতে ইচ্ছে করে নি মেয়ে ফুলটির নাম। গর্ভকেশরের সর্পিল পথে তাকিয়ে তার মনে হয়, আরে আমিও তো মেয়ে একটা।
Random চলনে অভ্যস্ত বলে মৌমাছিরা আর ফেরে না, ক্ষুধার অধিক কিছু ইদানিং তারা
জানে না।