শীতল আইসবার্গের দেশেও জমে উঠতে পারে একটি নির্দিষ্ট শীতকাল। মেরু ভাল্লুকের কাছে চিঠিরূপে যদি পাঠিয়ে দিই সুপর্ণা বিষয়ক দ্বন্দ্বমুখরতা, তবে নাতিশীতোষ্ণ অঞ্চলে পরজন্ম বিষয়ে প্রিয় পেঙ্গুইনেরা ভেবে নেবে কিছুক্ষণ।
তুষারসমৃদ্ধ ঘরে সকালের আলতো রোদে,  সেলাইয়ের অসাবধানতায় আঙুলে সুঁচ ফুটে রক্তবরফে  তৈরি হওয়া ঝাঁঝালো  স্মৃতিগন্ধী রাংতা, শীতকালের এটাই তো সার্বজনীন পতাকা।