এমনকি, রোদ ছুঁয়ে থাকা মোটা পাপড়ির মস্ত ফুলটিকেও নিজের সমান ব্যথায় জর্জরিত ভাবি।
*
সবকিছুর একসাথে, এক জায়গায় থাকতে নেই। অজস্র স্পেস তো ফাঁকাই আছে।
ওপেন ইন নিউ ট্যাব!
ওপেন ইন নিউ ট্যাব!!
*
ভয় নেই। পরাবাস্তব প্রেমে হ্যাপি রিটার্নের সুবিধা আছে।
*
নদীর দিকে তাকালে
চোখের নদী হয়ে যেতে হয়
আর ফুলের দিকে তাকালে
হয়ে যেতে হয় ফুল
তবেই শুভদৃষ্টিতে গ্রহণ লাগে।
*
জুজুবুড়ির ভয় দেখিয়ে স্বপ্নগুলোকে ঘুম পাড়িয়ে রাখি। একটা নিরেট, গাঢ় ঘুমের আজন্ম সাধ আমার।
*
দেখভাল না করলে তৃণভোজী কোমল স্বপ্নেরাও মাংসাশী হয়ে উঠতে পারে।
*
বিষাদে ডুবিয়ে রেখেও তো দিতে পারো কিছু মেকি  সুখের আভাস,
সুখের প্রতিটি এলাকায় বসিয়ে রেখেছ নীল দুঃখের দূতাবাস।
*
সারা বছরের বিরামচিহ্ন
আজ তোমার আমার মাঝখানে।
*
ইচ্ছে করে ঝর্নার শব্দ আলতো করে কানে আসে, এমন একটা জায়গায় শ কয়েক বছর গাছ হয়ে দাঁড়িয়ে থাকি।
*
কয়েক ফোঁটা আদুরে শ্রাবণ ঢেলে দিই। স্মৃতির লাল লিটমাস নীল হয়ে যায়।