যার সাথেই দেখা হলো, আমি বললাম এবং বোঝানোর চেষ্টা করলাম যে, রোদ আসলে একটা আলোরঙা অন্ধকার। কেউই বিশ্বাস করলো না। কেউ কেউ তাচ্ছিল্য করে বললো, আরে তুমি তো রাত্রিবিতারিত এক ইনসোমিনিয়াক। রাত্রি অবশ্য ধমক টমক কিছু দেয় না। শুধু বলে, বেচারা অন্ধকার, ওর অর্থগৌরব নেই, বংশগৌরব নেই। ছাইমাখা তারল্যই ওর অহংকার। তাকে যদি রোদের সাথে এক করে দেখি, তাহলে আর অবশিষ্ট থাকে কি?
রোদ, যাকে নির্দয় এক শিকারী বলে জানে সবাই, আহত হয়ে পড়ে থাকলে ওপর থেকে তা বোঝার উপায় নেই। বলো আলো কিংবা অন্ধকার, আমি তাদের মিলিয়ে দিতে চাই। পারস্পরিক শুশ্রূষা আদানপ্রদান করে তারা আহ্নিকগতির এক দৃঢ় এবং দীর্ঘজীবী বাস্তুসংস্থান গড়ে তুলুক। মানুষের দোপেঁয়াজা মানুষই খাক।