শত্রুর নিন্দা করার সময়কালে যদি সে এসে পড়ে নিন্দাঘরে, তবে তারও পরমায়ু বাড়ে। কীভাবে যেন রটে যায় সমাচার, গায়েবি ঢংয়ে।  যার কথাই ভাবা হলো, পেয়ে গেল আভাস। সেন্স অফ রিউমার। গোপন সংবাদের ভিত্তিতে আয়ু উদ্ধারকাজে পাঠিয়ে দিল যার যার ছায়া।
এমনই একটি ছায়া এসে চুপি চুপি বলছে, যেন তার আগমনের চেয়েও গোপন কোন কথা।
বলছে,' আয়ু আসলে বাড়াতে চায় না সে। আমি হলাম অবচেতনের আরও একশো ছায়ার একটা। সুতরাং,পূর্বের বরাদ্দকৃত আয়ুই তাকে দিক ছায়া। '
'আর তুমি?  তোমার কি হবে মাননীয় গুপ্তচর  ছায়া? '
'একটুক্ষণ আলো ফেলে গুম করে দাও। '