কিছু মধ্যস্থতাকারী পাথর।
তারপর ঠায় বসে থাকা
পাথরেরই মতো।


অর্ধপঠিত গল্পে
এলিয়ে শুয়ে থাকা।
টানেলে গড়িয়ে পড়ার সাধ
গল্পেরই মতো।


ভূতের চোখ, ভূতের হাত।
ভাবছি ভূতকে দেব উপহার
তার পছন্দসই পোশাক।
তারপরে বিদায় অভিশাপ,
ভূতেরই মতো।


কলিংবেল থামে।
তুমি ঘরে ঢুকে যাও-
তবু তুমি বাজতে থাকো
ঘরে-বাইরে কেউ-ই নেই।
তবু তুমি বাজাতে থাকো
অন্তর্গত কলিংবেল যতো।