জোনাকিপোকা ঘিরে আছে, এমন কয়েকটা ঝোপের মাঝখানে তুমি বসে আছো। আজ তুমি তাদের দ্বারা পরিবৃত হয়ে চাঁদের আলোয়, তাদেরই শোনাবে কবিতা। ভাষিক দূরত্ব পার হতে চেষ্টা করবে, নিজস্ব ডায়ালেক্টে। অবাধ্য জোনাকিদের,যাদের পাখার ইতস্তত খসখসানি তোমার কান অবধি গেল, শেষরাতের দিকে তাদের আঙুলে পিষে দিলে। মরা আলোর গন্ধ আঙুলে নিয়ে ফিরছ যখন, সংশোধনবাদী জোনাকিদল নিয়ম ভেঙে তোমাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। ব্যর্থ বিপ্লব পরবর্তী অধুনা শ্লোগানে।