বৃষ্টিকে ইন্টারপ্রেট করতে গিয়ে আমার আর ভেজা হয় না। বাসের ঝাপসা জানালা দিয়ে পিচরাস্তার জমে থাকা নোংরা পানি দেখি। সকালের বৃষ্টিকে বিকেলে ডিকোড করা সম্ভব না। আর প্রতি মুহূর্তেই সিরাজ সাই কানের কাছে বলে যাচ্ছেন, যা হারাইছ, তা তোমার না।
সম্ভাবনার খোলা পথগুলো গিয়ে মিশেছে অন্ধকার ম্যানহোলে। আর সেখানেই বোঝা যাচ্ছে যে উভচরের অহংকার আজ আর টিকছে না। ইনটারভ্যাল শেষ হলে দেখো, শহরের সমবেদনা আর আকাশের অগণিত মেঘের অরিগামি, কেউ কাউকে চিনছে না।