ঝরা পাতারা ঝুলে আছে শূন্যে। তাদের ব্যাপ্তি নভোমণ্ডল ছাড়িয়ে আরও কিছুটা। রোদের গান আর অব্যর্থ চশমার উঁকিতে দেখো মিইয়ে গলে যাচ্ছে সব। স্বপ্নের ক্লিপবোর্ড, আরও গহীনে ঢোকার পিন কোড, নিভন্ত শরীরে একটানা চলতে থাকা টিকটিক আওয়াজ, সতর্কবাণীর মতো ঝিঁঝিঁপোকার উড়ন্ত রাজ্য - তোমাকে গোপনে শুনিয়ে দিচ্ছে অন্তরালের প্রাসাদ ষড়যন্ত্র। পুরনো কার্পেটের দাগ ধরে এগিয়ে যাচ্ছে অগ্রসরমান আলোকধারী, ফিরে আসছে। পড়ে থাকছে করুণ মশালচিহ্ন।
বাহিরের পথ জুড়ে ধাঁধা, অন্ত্যমিলের। সুড়ঙ্গ আর নিদ্রাধারী মুকুটের ভেতরে ফেলে এসেছ মীমাংসা। বসো এখানে বিশ্রামে। যেমন বিশ্রামে অনন্ত জিজ্ঞাসার রাজকীয় ফটক।