কেন যে দূরত্ব বাড়লে,
কেন যে অকারণ চলে গেলে!
ভালোবেসে গড়েছিলাম দেয়াল,
তবুও তুমি দূরত্বে হারালে আলো।
স্মৃতির পাতায় জমে থাকে প্রশ্ন,
তোমার এমন ব্যবধানের কারণ কোথায়?
একটি জীবন, শুধুই তোমায় ভালোবেসেছি,
তোমার নাম ছাড়া আর কিছুই জানিনি।
অভিযোগ ছিল না কোনোদিন,
স্বপ্নগুলোও ছিল কেবল তোমার নামে,
তবু ভালোবাসার অপরাধেই বুঝি,
দূরত্ব হয় অনিবার্য অবধি, চিরতরে!