বৃষ্টি ঝরছে তোমার আঙ্গিনা জুড়ে
পুঁই মাঁচায় নুয়ে পড়া লতা পূর্ণ যৌবনা
ঠিক যেন তোমারই মতো একদিন
ক'ফোটা ভালোবাসার নির্যাস - ঘুমঘোর
রাত যে অনেক হল - বেলা গেল কত শত!


এখন আর তোমায় ডাকি না...
তুমিও না...
আমরা আমাতে আছি মেতে!
ভালোবাসা-বাসি শেষ সন্ধ্যায় কুহক ডাকে সংসারে
নেই আবেগ, নেই শূণ্যতা
সমস্ত হৃদয়জুড়ে অচেনা নির্লিপ্ততা


ভেঙ্গে যাক প্রিয় সিম্ফনী!
হারিয়ে যাক প্রিয় সপ্নগুলো মনের চোরাবালিতে!
চাইলে ছুড়ে ফেল- সিংহাসন থেকে রাস্তায়!


আমার কিচ্ছু এসে যায় না!
আমি শুধু নির্লজ্জ জীবন ছুয়ে -
সাদা কাগজে এঁকেঁ যাব ব্যর্থতার ছবি!


          ............কাউরান বাজার, ঢাকা