আচল ছায়া
আব্দুল্লাহ আল মামুন


যদি কভু তুমি না পাও খুজে
এই আমায়,
যদি কভু আমি হারিয়ে যায় না
ফেরার ঠিকানায়।
যদি কোন দিন আমার জীবনে
এসে যায় কাল ঝড়,
আপন করে নেয় যদি মোরে
ছোট্ট মাটির ঘর,
যদি কখনো চলে যায় আমি
আধার গোরের দেশে,
সেই দিন কি খুজবে তুমি
আমাকে ভালবেসে?
জীবন খাতার কালো অধ্যায়
যদি কখনো আসে?
মৃত্যু নদীর সুপ্ত স্রতে
যায় যদি কভু ভেসে।
সেই দিন তুমি কাঁদবে কি কভু
চোখে কি আসবে জল?
হৃদয় ব্যাথায় অস্র চোখে
করবে কি টলমল??
ব্যাথিত হয়ে কেঁদে কেঁদে কি
কাটাবে তোমার দিন?
আমার শোকে তোমার সুরে
বাজবে কি দুঃখী বীন?
যদি আমার জন্য তোমার মনে
একটুও থাকে মায়া?
তবে আমার সমাধিতে দিয়ে যেও
তোমার আচল ছায়া।
যদি হৃদয় জুড়ে থেকে থাকে তব
ভালবাসাটা খাটি।
তবে দিয়ে যেও আমার কবরে
তোমার উঠাণ মাটি।
ভাল যদি কভু বেসে থাকো তবে
ক্ষমা করো সব ভুল,
আমার কবরে দিয়ে যেও তুমি
একটি গোলাপ ফুল।