পার্কে কোথাও পাইনি আজ,,
সেই চিরচেনা কিশোর কিশোরীর প্রেমের খুনসুটি
হাতে হাত রেখে আবদ্ধ স্বর্গীয় বন্ধনে
মুক্ত তারা-পৃথিবীর সমস্ত কোলাহল থেকে।


কাঁধে মাথা রেখে নদীর বুকে
পা নাড়ানো নিষ্পাপ ভালবাসার প্রকাশ
সুকঠিন বাহুডোরে,
পার্কে কোথাও পাইনি আজ।
এইতো বুধবারে গিয়েছিলাম,আজও এসেছি
পেয়েছি ঝরা পাতা গুলোর হাহাকার,
আর আর্ত চিৎকার।


আমি তো সেই দেশে থাকি,
যেটি পাঁচ দশক হয়েছে বয়স।
আজ হঠাৎ করে,কাঁদাজল মেখে মার্কা এসেছে!!
আসুক!! তাতে কি?
বাদামের খোসাগুলো আজও আছে,
অসহায় তাকিয়ে
শুধু মানুষবিহীন বসার জায়গার,
সরল স্বীকারোক্তি।
স্বাধীনতার বুকে ভয়ার্ত কালো বেদনার ছায়া।
কাঁদাজল মেকে মার্কা এসেছে।
পার্কে কোথাও পাইনি আজ।
সেই চিরচেনা দৃশ্য।।