আমি এক কাব্যচাষী
শব্দের ফেরিওয়ালা,যদিও অপ্রতুল।
তবুও শব্দ শ্রমিকের ন্যায়,
সৃষ্টি সাধনায় থাকি মশগুল।।
শব্দের গাথুঁনিতে ব্যস্ত প্রহর কাটে,
ছাড় দেয়নি কভু একচুল।
অজ্ঞতায় সাজাই ছন্দের পসড়া,
করি শত ভুল।।


আমি এক কাব্যচাষী
শব্দের মহাসমুদ্রে,ভেলায়
চড়ে-খুজিঁ দূকুল।
সারাবেলা সারাক্ষণ নতুনত্বের
আশায় থাকি ব্যাকুল।।
সৃষ্টি সুখের উল্লাসে কভু,
আনন্দাশ্রুতে ভাসি।
আমি এক কাব্যচাষী।


কাব্য প্রেমেতে পাই স্বর্গীয় সুখ,
আর বেঁচে থাকার আঁশ।
ভাস্কর ভাবে,লিখে প্রকাশেও
থাকে প্রেমের আভাস।
তবুও তোমাদেরি প্রেমের দুনিয়ায়
নিতান্তই এক দাস।।