ভালবাসার দুর্বৃত্তায়নের ছুরিকাঘাতে,
ছিন্নভিন্ন আজ হৃদয়।


মনের বাড়ীতে হানা দিয়েছে,
কালবৈশাখী ঝড়ের তান্ডব,
কালের আবর্তে বন্দী দুঃসময়।


মানবতা,সরলতা আর সিগ্ধতা যত,
পসড়া সাজিয়েছে আজ মেঘমালায়,
দুঃখের বারিধারায় হবে প্রলয়।


আহত মনের আর্তনাদের সুর,
কুটিলতা আর অকৃতজ্ঞেরর ডেরায়,
বিশ্বাসের বাজারে পণ্য,আজ শুধুই অভিনয় ।