এ যেন এক রুপকথার বাংলাদেশ
শতরুপা জননী জন্মভূমি আজ ধন্য,
নেতৃত্বর ফল্গুধারায় দূর হয়েছে অমানিশা ।
ত্যাগের মহিমায় পাড়ি দিয়েছ,
হয়েছ অগ্রগন্য।
এনেছ ডিজিটাল গড়বে পদ্মা,
পেয়েছি মোরা দিশা ।


তলা বিহীন ঝুড়ি বিক্রির দরাদরি,
ক্ষমতার কাড়াকাড়ি
ভবন বিলাসী ফটকাবাজি,
দুর্নীতির মজুদদারি ।
সবকিছু মাড়িয়ে এগিয়েছি দুর্বার,
বিদুৎতের ছড়াছড়ি।
মজলুমের মশাল হাতে-
ছিল তোমারি নজরদারি।


জঙ্গি দমনে,মাদক নির্মূলে
গড়েছ সোনার বাংলা,
এনেছ মেট্রোরেল, বাহারি কারুকার্যে
সাজিয়েছ মংলা।
সাহসী পদচারনায় প্রসংশিত,
বিশ্বে মা মানবতার,
মর্যাদার আসনে এনেছ স্বদেশ,
পরশ দিয়েছ মমতার।


তুমি বঙ্গকন্যা,তুমিই স্হপতি
আধুনিক বাংলার,
কলুপ এটেঁছ যত নির্বোধের মুখে,
শাস্তি পেয়েছে শঠতার।