অবহেলিত মানবিক সত্তা।
আবেগের বন্দরে হয় না দেখা,,
ভিড়ে না,খুজেও না ভালবাসার আত্মা।
প্রেমের দরিয়ায় উঠেছে নীলাভ ঢেউ,
শুধু তোমারি চটকতার।
সময়ের বেড়ীবাঁধে আটকা,
শুনে না বুঝেও না কেউ,
গোগ্রাসে হজম করে জ্বলন্ত কয়লা,
নিদারুন যন্ত্রনার।
কালের ঘড়ি বাজায় টংকা,ঢংকা
মহাকাল ধরে চলবে,,,,
উপেক্ষিত অপেক্ষা ।।
হয়ত,অচিনপুরের অচিন গাঁয়ে হবে অন্তর্ধান,,
উপেক্ষিত অপেক্ষার হবে অবসান।
তবুও স্রোতের বিপরীতেই জাগবে,
লিখবে ভাস্কর অনির্বান ।।