কুক্কুরীর ক্রন্দন থেকে
নর্তকীর নূপুর নিক্কন থেকে
নারীর নৈবেদ্য থেকে
নিজেকে সরিয়ে নিয়েছি
ঈশ্বরের ঘন্টাধ্বনি শুনে
ঘুমিয়ে পড়েছি
জাল দিয়ে বুনেছি
তৃতীয় নয়ন
সাপের খোলসের মত
খুলে ফেলেছি
কৌলিন্যের অভিমান ......
:
শিশিরের সাথে শুয়ে পেয়েছি
ঘৃতকুমারীর ঘ্রাণ
সায়াহ্নে সেরেছি কস্তুরী স্নান
বেত্রাঘাতে উপড়ে ফেলেছি
মানুষের ছাল
পিশে ফেলেছি
মগধের মুকুট , গাঢ় লাল ....
:
মহাশূণ্যে গেঁথেছি
আমার ভাসমান ভুবন
সমুদ্রে লুকিয়ে রেখেছি
জালিম যৌবন .........