তোমার মেধাবী সৌন্দর্যের কাছে এসে মাথা নত হয়ে যায়
তোমার বুদ্ধিদীপ্ত বুকের ঔদার্যে মুখ থুবড়ে পড়তে হয়
কিশোরী সারল্য , পাহাড়ী চাপল্য ও
মায়াবী কটাক্ষের সম্মুখে
একটি রাত নিষিদ্ধ হয়
একটি রাজপথ অবরুদ্ধ হয়
মৃতদের মিছিলে লাঠিচার্জ হয়
দানবের কাছে দীক্ষা নিতে হয়
তোমার রুপালি ডানার সামনে
হোঁচট খেতে হয়
তোমার উদ্ধত অহংকার দেখে
ঈশ্বরের উচ্ছিষ্ট খেতে ইচ্ছে হয়
তুমি নিমগ্ন দৃষ্টি দিলেই আমি সঘন বৃষ্টি
তুমি অন্তর্যামী হলেই আমি অন্তর্ঘাতী !