সুদূর সাইবেরিয়া থেকে
সিডনীর পীনোন্নত রাজপথ ...
ভ্রমণকালে যা চোখে পড়েনি
তা পেয়ে গেছি
তোমার চোখের নীরবতার কাছে....
তোমার দিব্যময় শরীরের চিলেকোঠায়......
তোমার নাভি--নিঃসৃত জ্যোতির্ময়
রশ্মীর বিচ্ছুরণে
আমি অন্ধ হলাম চিরকালের জন্য
পরম বিষ্ময়ে হাঁটু গেড়ে বসে পড়ি
তোমার সম্মুখে
হাতড়ে হাতড়ে একটু একটু
 করে এগিয়ে যাই
বৃষ্টির চেয়েও ছোটো তোমার হাতের কাছে
দু'জনে এত কাছাকাছি চলে আসি
কেউ কাউকে দেখতে পাই না
আমাদের মাঝে
বনবীথিকার সুগন্ধও ঢুকতে পারে না...
পাখির কূজন থেমে যায় নভোনীলে.....
ওয়াই-ফাই এর সিগনাল উড়ে যায়......
ঝরণাতলা শব্দহীন হয়.....
আকাশগঙ্গায় পাতা আমাদের বিছানা
ব্ল্যাকহোল জুড়ে বসেছে
মৌমাছিদের মধুচন্দ্রীমা...
ফুলের পাপড়ির মতো
তুমি আমার সব পোশাক খুলে নাও
বসন্ত যেমন রহস্য করে লুকিয়ে রাখে
তার প্রথম গোলাপ.....
আমিও নতুন ভাবে জড়িয়ে ধরবো
তোমার আমিকে.......
জানালার বাইরে এসিড বৃষ্টি
হৃদমাঝারে পিপারমেন্টের তুষারপাত....