সন্ধ্যা সাত'টায় ,
বুনোহাঁসেরা বোধিজলে স্নান সেরে
বিকিনি খুলে ফেলে বালুকাভূমিতে
ফিরে আসে স্নেহকোণেতে
কামিনী কুমকুম কুসুম ঝরে পড়ে
বড়ো একা লাগে এই আঁধারে .....
 
রাত ন'টায়,
ফুল পায় আগুনের আলিঙ্গন
কর্পোরেট বাতাসে লবঙ্গের সুগন্ধ
ঠোঁটে ঠোঁটে আনন্দের রেণু
মধুর আলাপনে কাঁপে বেণু
চাঁদের আলো ঠিকরে পড়ে আমার
কেমোথেরাপি করা মসৃণ মাথায়
অসহ্য লাগে তারার মেলা
মেঘকণ্যাদের রিয়্যালিটি সো...


রাত এগারো'টার পর,
মহাকাশ জুড়ে পাতা হয়
স্বর্গীয় সঙ্গমের বিছানা
রুপকথারা খুলে ফেলে
শরীরের গোপন অলংকার
নশ্বর মন ডোবে
দেবদুর্লভ শরীরে
ফ্ল্যাটবাড়ির উপবন জুড়ে
পরকীয়া প্রলাপ
ভাব--ভালোবাসা--রক্ত--ধুলো
মিলেমিশে একাকার হয়
অভিমানে আমার
বুক ভিজে যায়
শয্যাসঙ্গিনী যখন পেনকিলার মৃত্যু
অথবা কোনোদিন
আমি ও আমার অনন্ত চাহাত......