একটা ঋতুমতি ফিঙে পাখি আমার প্রেমিকা
বকুলফুল আমার ভালোবাসা
অভিমান আমার সৌন্দর্য
বেকারত্ব আমার গৌরব
ঈশ্বরকে ক্ষমা করা আমার ধর্ম
দরিদ্রতা আমার নিয়তি
ওষুধের শিশি আমার খেলার সাথী
খোলাজানালা,বন্ধুহাওয়া--একমাত্র বিনোদন
দুঃখ আমার পরম্পরা
আমার বুকের প্রাচীরে হাজারো বসন্তের ক্ষত....
আমার জীবনের প্রতিটি শব্দ
বেদনা ও চুম্বনে মিশ্রিত......


আমার পৈতৃক সম্পত্তি ---
বরফঢাকা চিলেকোঠা ,
ছন্দহীন কবিতা,
রঙহীন রামধনু,
আবেগহীন অশ্রু,
শরীরহীন ভালোবাসা,
স্বপ্নহীন জীবন,
ঝরাবকুলের দীর্ঘশ্বাস ,
অমৃতময় মৃত্যু.....


আমি টিউলিপের ঘনীভূত লালিমা..
বিলাপের মাধুর্য...
বন্দুক ও লাল গোলাপের মাঝে
ঘুমাতে ভালোলাগে
আমি শ্বঙ্খনদীর তীরে কুমিরডাঙার
বাড়িতে থাকতে ভালোবাসি...
হৃদয়ের নদীতে আর অশ্রুভেজা চোখে
আমার আত্মা বিলীন....।