জানু আজ রাত কা সিন বানালে !
হুঁ আমিও তা এরকম একটা রাতের
স্বপ্ন দেখেছিলাম
আমি,তুমি আর একটা গোটা রাত....
রাতটাকে চিলেকোঠায় আটকে রেখে
ভোরবেলায় হুল্লোড় করে ফিরে আসতাম
আমি,তুমি ও একদল তারারা
ঢলাঢলীতে বর্ণবৈষম্য থাকে না
পুরুষ ও প্রকৃতির পার্থক্য থকে না
সব রঙ মিলেমিশে একাকার.....


আমি বালি দিয়ে প্রতিমা আঁকতাম
তুমি ঠোঁট দিয়ে মুছে দিতে
আমি চোখ দিয়ে কবিতা লিখতাম
তুমি বৃষ্টি হয়ে ভিজিয়ে দিতে....
তোমার অংগলতা হত টলমল
আমারও চোখের পাতা ছলছল.....


রূপে -রসে -দেহতত্বে  বিলোল আনন্দলোকে
স্বত্ব-রজ -তম দেখা যবে পরলোকে
আসর মাতাচ্ছে ডিজেবালে বাবু
আর সুগন্ধী পরাগকন্যারা
হাততালি দেয় গুলঞ্চলতা,গন্ধর্বরা....
এলোকেশে ক্যান্ডেল লাইট ডিনার সেরে
সূরাস্রোত পেরিয়ে
জলনূপুর পরে অন্ধকারে দাঁড়িয়ে
ময়ূরীমুদ্রায় অপরূপা তুমি
লন্ঠন হাতে মৌনব্রতে
ছিন্ন বল্কল পরে
জ্বরের হাত,পান্তাভাত ও আমি.....


ছিল না বিগত বছরে কোন প্রাপ্তি
নতুন বছরে নেই কোন প্রতিশ্রুতি
শূন্য শূণ্য শূন্য শূণ্য শূন্য
মুখ ঢেকে যায় নোনাজলে.....


ওহ্ বেবী চিটীয়া কলাইয়া রে !
যদি আমিও শপিং করিয়ে দিতে পারতাম
চাঁদের আলোয় ,মোমমহলে
তাহলে আমরা গলে যেতাম
পালকের মত মিশে যেতাম
রূপসাগরে পানকৌড়ি হয়ে ডুবে যেতাম....
আমিও তো ডুবতে চাই
ডুবি কোথায়
কোথা হতে আসি
কোথায় ভেসে যাই....