একটা পুরুষের মৃত্যু মানে একটা তুচ্ছ প্রাণীর
মৃত্যু,
একটা নারীর মৃত্যু  একটা
নক্ষত্রের মৃত্যু,
আমার গোধূলি আকাশে......


হে নারী ! খুব ভাল থেকো,
এভাবেইআমাকে সারাজীবন
অক্টোপাসের মতো আঁকড়ে থেকো,
স্নেহে ভিজিয়ে রাখো,
নাভিফুলের তলায় লুকিয়ে রেখো,
ঠোঁট দিয়ে রাঙ্গিয়ে রেখো,
স্তনের ছায়ায় শান্তিতে রেখো,
শীতার্ত হৃদয়কে আগুনের আঁচে রেখো,
মোমপালক দিয়ে পার্থিব দুঃখগুলোকে আড়ালে রেখো.....


তুমি কোনদিন পুরুষ হতে যেয়ো না,
পেশীবহুল হতে যেও না যেনো,
তুমি সর্বনাশের সরণীতে কোনদিন হেঁটো না
সাঁঝবেলায় কোনদিন সঙ্গম করো না
সিক্ত অঙ্গে রঙ্গনতলায় যেও না
নিতম্বে স্বস্তিকার ট্যাটু এঁকো না,
রক্ত নদীর ঘাটে স্নান করতে যেও না,
শুক্ল পূর্নিমায় কোনো অন্ধ প্রজাপতি
পথভুলে তোমার বুকে এসে বসলে
তাকে ফিরিয়ে দিও না,
কাঠফাটা রোদে আমলকির গলা শুকিয়ে গেলে
দগ্ধ পাতার সৌজন্যে একটু বৃষ্টির প্রার্থনা করো.......



তুমি কোমল কোরক হয়ে থেকো,
অবলা হরিণী হয়ে থেকো,
বুকে মায়াঞ্চল টুকু জড়িয়ে রেখো,
শাশ্বত স্নিগ্ধতা ছড়িয়ে থেকো,
যোজনগন্ধা সোনালী ডানার পাখি
হয়ে থেকো.........